সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উদযাপন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার (২৮ মার্চ) বন্দর থানাধীন লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উদযাপন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারবৃন্দ।