সকাল নারায়ণগঞ্জ :
আড়াইহাজার উপজেলার ইউনাইটেড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাব “ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব” আয়োজিত “স্বপ্নের দোকান” এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।
এই উদ্যোগের মাধ্যমে মাত্র ১০ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মানুষ তখনই আশরাফুল মাখলুকাত হিসেবে পরিগণিত হবে, যখন সে তার মানবতার হাত প্রসারিত করবে।”
এরপর, জেলা প্রশাসক আড়াইহাজার শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।