সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ যমুনা অয়েল কোম্পানির জেটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ নয় মাস ব্যাপি দেশের বিভিন্ন স্থান থেকে বীর মুক্তিযোদ্ধাদের ধরে এনে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিত, সে সব নাম না জানা বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ যমুনা অয়েল গেইট সংলগ্ন বধ্যভূমিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন নাম না জানা বীরদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
শ্রদ্ধাঞ্জলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।