সকাল নারায়ণগঞ্জঃ
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৬২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম।
উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, একেএম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব; মো. মতিউর রহমান শেখ, অতিরিক্ত আইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অতিরিক্ত আইজি (রেক্টর), পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ; মো. তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (প্রশাসন), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), ডিআইজি, বাংলাদেশ পুলিশ; মো. আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি (পুলিশ টেলিকম), বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, অতিরিক্ত ডিআইজি (যুগ্ম পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ), বাংলাদেশ পুলিশ; আহমদ মুঈদ, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ, মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল কাইয়ুম খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস।