সকাল নারায়ণগঞ্জঃ
সত্যিকারের শাসন যেটা জনগণের অধিকার সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। লুণ্ঠন ও অত্যাচারের রাজনীতি এটা যেমন এদেশের মানুষ আর দেখতে চায় না। আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমরাও আর এটা দেখতে চাই না। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, ব্যক্তির স্বার্থ অপেক্ষা করে অন্যের সাথে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই রাজনীতি। যদি আপনি নিজেকে অন্যের মাঝে বিলিয়ে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি রাজনৈতিক করতে পারেন না। দল থেকে স্পষ্ট বার্তা দলের সুনাম ক্ষুন্ন হয় এ ধরনের কোন কর্মকান্ডে আপনারা নিজেদেরকে জড়িত করতে পারবেন না। যে যত বড় নেতা হোক না কোন অপকর্ম সাথে জড়িত থাকে তাহলে তাকে আর বিএনপির রাজনীতি করতে দেওয়া হবে না এটা নিশ্চিত কারণ তারেক রহমানের নির্দেশ। যদি কেউ মনে করেন সে প্রভাবশালী তার ভয়ে আপনারা কেউ কিছু বলতে পারবেন না আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। সাথে সাথে আইন-শৃঙ্খলা যে বাহিনী তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। অসাধারণ মানুষের ক্ষেত্রে যে আইন একজন বড় নেতা হোক তার জন্য একই আইন। সুতরাং কেউ পার পাওয়ার কোন সুযোগ নাই। বিগত ১৭ বছরে কিন্তু দেশে কোন আইন বলতে কিছুই ছিল না। মানুষ তার সঠিক বিচার পাইনি। ইনশাল্লাহ যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত করা হবে।