সকাল নারায়ণগঞ্জ :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমলাপাড়া সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) আমলাপাড়া সরদার টাওয়ারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সদস্য মাসুমুল হক সোহেলের সঞ্চালনায় ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এনসিসিআই এর পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক হানিফ সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ টিপু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, ইপিলিয়ন গ্রুপের পরিচালক ইমাদ উদ্দিন আল রাজি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে দেশনেত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আমলাপাড়া সরদার সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করে সাখাওয়াত হোসেন খান বলেন, সামাজিক ভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপির পাশে থাকতে হবে।তিনি দ্রুত নির্বাচনের দাবী জানান।
এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমার নেত্রী বেগম জিয়া সুস্থ হয়ে অচিরেই দেশে ফিরে আসবেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও দেশে ফিরে আসছেন।এখন প্রয়োজন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।
সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম সরদার বলেন, মা,মাটি ও দেশনেত্রী বেগম জিয়া রোগমুক্তি হয়ে অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। এলাকাকে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোসাইটির সাধারন সম্পাদক হানিফ সরদার বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত রাজনীতিবিদ ও সামাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সুন্দর ও আধুনিক সমাজ গঠনে আমাদেরকে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, শাহজাহান খোকন, আসাদুজ্জামান, লিয়াকত আলী, বরকত উল্লাহ, দুলাল সরদার, মানিক সরদার, হীরা সরদার, তানভীর সরদার, সাহিল সরদারসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।