সকাল নারায়ণগঞ্জ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে ঈদ এই সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীতে ছিলো, সেমাই, চিনি, তেল, ভাতের চাল, পোলার চাল, পাউডার দুধ, ডাল, লবন ইত্যাদি।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিএনপি একটি জনমুখী দল এবং বিএনপির রাজনীতি হল এ দেশের মানুষের কল্যাণের জন্য।
তিনি আরও বলেন, আমার মতো দেশের প্রতিটি দলীয় নেতাকর্মী যদি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ায়, তবে দেশে মুক্ত বাতাসে আনন্দঘন পরিবেশ তৈরী হবে এবং একটি আনন্দময় ঈদ উদযাপিত হবে।