1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
না:গঞ্জকে "গ্রিন জোন" হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
যৌথবাহিনীর অভিযানে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান আমাদের অনৈক্যে ফ্যাসিবাদীদের উত্থান: মাওলানা ফেরদাউসুর রহমান ফতুল্লায় চাঁদনী হাউজিং ব্যাপক অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”- শীর্ষক মহিলা পরিষদের মানববন্ধন ব্যাটারি চালিত ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের সংঘর্ষের মাঝখানে সাহসী ভূমিকা এড. টিপুর নারায়ণগঞ্জ সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত  আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা  ”নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাসিক প্রশাসক’র ড্রেনেজ ব্যবস্থাপনার নির্মাণ কাজ পরিদর্শন  লুটপাট-ছিনতাই-সন্ত্রাস-চাঁদাবাজী-খুন-ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন  

না:গঞ্জকে “গ্রিন জোন” হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২৫ Time View

সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘোষণা দিয়েছেন, শহরজুড়ে ১ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে এবং এর মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, “শহরের সব রাজনৈতিক ও অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “গাছ লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পাওয়া যাবে।”

জেলা প্রশাসক মাদককে সকল অপরাধের মূল কারণ হিসেবে উল্লেখ করে বলেন, “মাদকাসক্ত ব্যক্তিরাই অপরাধমূলক কাজে জড়ায়। তাই প্রতিটি পাড়া-মহল্লায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে।”

তিনি জানান, “আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে মানুষ নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারে।”

তিনি আরও বলেন, “২০ রমজানের মধ্যে সব শ্রমিক প্রতিষ্ঠান যেন শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে। বেতন ও বোনাস নিয়ে কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে মালিকপক্ষকে সতর্ক থাকতে হবে।”

জেলা প্রশাসক জানান, “অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিচ্ছিন্ন সংযোগ যাতে পুনরায় চালু না হয়, তা নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি, কিন্তু রাতের বেলায় কেউ আবার সংযোগ দিয়ে দেয়। এটি হতে দেওয়া যাবে না।”

জেলা প্রশাসক ফুটওভার ব্রিজে হকার বসার ওপর নিষেধাজ্ঞা দেন এবং বলেন, “হকার বসলে মানুষের চলাচলে সমস্যা হয়, তাই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না এবং কেউ যাতে সরকারি সম্পত্তি দখল করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মো. ‍নূর কুতুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহম্মেদ, তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL