সকাল নারায়ণগঞ্জঃ
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বন্দর ২৫ নং ওয়ার্ড কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন,বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য বৃন্দ।
উপস্থিত ছিলেন জয়যাত্রা টেলিভিশনের বন্দর উপজেলা প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া,বন্দর ব্লাড ডোনেশনের সদস্য,বিজয় টিভির ক্যামেরা পার্সন সজিব,সৈকত মুন্সি,যুবায়ের আলম অভি, পারবেজ, সুজন মুন্সি,মঞ্জুর হোসেন,মুন্না,রিযাজ,সাইফুল,আশারাফুজ্জামান পল্লাব,ফেরদৌস,গোলাম রাব্বী,পায়েল,আরমান,সুপ্ত,কাউছার,সাকিব,ফেরদৌছ,আব্দুল্লা,সৌরভ মুন্সি, প্রমুখ।