সকাল নারায়ণগঞ্জ:
তিনজন অসহায় ও দুস্থ নারীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তিন নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিসি।
আর্থিক সহায়তা প্রাপ্ত তিন নারীর একজন অটোচালক নাছিমা। নাছিমা সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকার আব্দুর করিমের বাড়ির বাসিন্দা। দুই সন্তান রেখে নাছিমার স্বামী মারা যান। তাই সন্তানদের দেখাশোনা ও জীবিকা নির্বাহের জন্য অটো চালান তিনি। তার কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
আরেক নারী ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা নাজমা বেগম। নাজমা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
তৃতীয় নারী বন্দর থানার চরঘারমোরা এলাকার সানজিদা ইসলাম। স্বামী পরিত্যক্তা এই নারী এক সন্তানের জননী। তার কঠিন পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক সানজিদাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।