1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
না:গঞ্জে কমেছে যানজট, ফিরেছে স্বস্তি - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
হাজীগঞ্জ গাড়ি চাপায় এক পথচারী কিশোর আহত চাষাড়া বিজয়স্তম্ভের মেইন গেইট চুরি চাষাড়া শহীদ মিনার থেকে প্রকাশ্যে চাকু ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে- ইউএনও ফারজানা পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে মো. নয়ন নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার রমজানের প্রথম জুমাবারে নারায়ণগঞ্জ শহরের মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল মহাতীর্থ লাঙ্গলবন্দের পূণ্য স্নান উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

না:গঞ্জে কমেছে যানজট, ফিরেছে স্বস্তি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩৬ Time View

সকাল নারায়ণগঞ্জ:

রমজান মাসে নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত রাখতে শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থী ও কমিউনিটি পুলিশ সদস্যরা। পহেলা রজমান থেকে সারাদিন শহরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন তারা। ফলে সড়কে কমেছে যানজট, ফিরেছে স্বস্তি।

প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাস উপলক্ষে শহরে যানজট নিরসনে ভূমিকা রাখার উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস, বিকেএমইএ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও শিক্ষার্থীরা। যার অধীনে দেড় শতাধিকেরও বেশি স্বেচ্ছাসেবী পহেলা রমজান থেকে শহরে বিভিন্ন পয়েন্ট ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সোমবার (৩ মার্চ) সরেজমিনে চাঁদমারী, আর্মি মার্কেটে, কলেজ রোড, ডন চেম্বার, দুই নম্বর রেলগেট, মন্ডলপাড়া, খানপুর ঘুরে দেখা যায়, এসব স্থানে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থী ও কমিউনিটি পুলিশ সদস্যরা। শহরে অদূরে ব্যাটালিচালিত বড় অটোরিকশা প্রবেশে বাধা দিচ্ছে তারা।

বড় আকারের অটোরিকশাগুলো সড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে, যত্রতত্র যাত্রী ওঠানামা করে যানজট তৈরি করে।

অন্যদিকে নির্দিষ্ট স্থান ছাড়া সড়কের কোথাও গাড়ি থামাতে দিচ্ছে না স্বেচ্ছাসেবীরা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে না।

রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, “যানজট তুলনামূল কমছে। যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকতে হতো। গত কয়েকদিন ধরে এমনটা হচ্ছে না। কিছুক্ষনের জন্য সিগনালে পড়লেও সেটা মানা যায়। তবে আমরা মতে, শুধু বড় অটোরিকশা চলাচল বন্ধ নয়, যানজটের জন্য শহরের অন্যান্য বিষয়েও প্রশাসনের নজর দেয়া উচিত।”

বড় অটোরিকশার প্রবেশ মূল শহরে বন্ধ থাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে আর্মি মার্কেটের সামনে নেমে যান হোসনে আরা।

এ বৃদ্ধা বলেন, “অটোচালক নামিয়ে দিয়ে বললো, এখন আর শহরে অটো যেতে দেয় না, তাই হেঁটে যাচ্ছি। শহর যানজটমুক্ত রাখার জন্য একটু কষ্ট করতে হলেও ভালো। নয়তো ঘন্টার পর ঘন্টা এক জায়গায়ই থাকতে হতো।”

সাইনবোর্ড থেকে যাত্রী নিয়ে আসা অটোচালক মোখলেছুর রহমান বলেন, “মোড়ে যাইতে পাড়ি না, যাত্রীও পাই না, এখন থেকে খালি গাড়ি (অটো) নিয়ে যাইতে হয়।”

বাঁধন পরিবহনের হেল্পার আব্দুল সাত্তার বলেন, “জ্যাম আগের থেকে কমেছে কিন্তু অটো বন্ধ করলেও মিশুকের অভাব নেই। যার জন্য রাস্তায় যানজট আছেই।”

ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষর্থী নাজমুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জ শহরের রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে। রমজানে যেন যাত্রীরা এবং সাধারণ জনগণ স্বস্তিতে চলাচল করতে পারে তাই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।”

আরেক শিক্ষার্থী ফারদিন ইসলাম রোহান বলেন, “রমজানে শহরে মানুষের সমাগম বেড়ে যায়, যাতায়াত বৃদ্ধি হয়। যার ফলে যানজটও বাড়ে এবং মানুষের ভোগান্তিও বেশি হয়। এই জন্য আমরা শিক্ষার্থীরা শহরের ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছি, যেন জনভোগান্তি কম হয়।”

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, ‘প্রতিবছরের মত এবারও চেম্বার অব কমার্স শহরের যানজট নিয়ন্ত্রণে অংশগ্রহণ করেছে। পুরো রজমান মাস আমাদের ৬০ জন স্বেচ্ছাসেবী শহরে ট্রফিক নিয়ন্ত্রণে কাজ করবে। আমরা চাইলেই শহরের যানজট নিয়ন্ত্রণ সম্ভব। আমরা যদি ট্রাফিক ব্যবস্থাপনা বুঝি, যাত্রী যদি যথাস্থানে গাড়ি থামাতে বলি, তাহলে এত সমস্যা হয় না। এছাড়া শহরে অতিরিক্ত অনেক মিশুক চলাচল করে। সিটি কর্পোরেশন মিশুকের লাইসেন্স দেওয়ায় এসব শহরে প্রবেশে বাধা দেওয়া যায় না। লাইসেন্স ছাড়ও অনেক মিশুক শহরে প্রবেশ করে। এসব মিশুক যদি একটি নির্দিষ্ট রঙের হতো তাহলে লাইসেন্স বিহীনগুলোকে বাধা দেয়া যেত। আমি মনে করি, সিটি কর্পোরেশেনের এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত।’

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL