সকাল নারায়ণগঞ্জ:
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস-এর বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা পরে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন আকাশ বলেন, শিক্ষার্থী-বান্ধব প্রফেসর স্যারের বদলি আদেশ আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই স্যারের বদলি আদেশ বাতিল করা হোক এবং তিনি তোলারাম কলেজেই থাকুন।
তিনি আরও বলেন, অতীতের অধ্যক্ষদের তুলনায় প্রফেসর বিমল চন্দ্র দাস আমাদের কলেজের শিক্ষা এবং শিক্ষার্থীদের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ৫ আগস্টের পর যে সংস্কার হয়েছে, তাতে স্যারের সরাসরি অবদান রয়েছে।
মো. তারেক হোসেন বলেন, স্যার শিক্ষা ও কলেজের উন্নয়নে কাজ করছেন, তাই আমরা ক্ষুব্ধ। এমন একজন স্যারের বদলি আদেশ কেন দেওয়া হয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এই ক্ষোভ থেকেই আমরা আজ বিক্ষোভ করেছি। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা পরবর্তী সময়ে আরও বড় বিক্ষোভ কর্মসূচি পালন করব।
অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস বলেন, এর আগে আমাকে একবার বদলির আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেটি বাতিল হয়েছিল। এখন আবার একটি বদলি আদেশ এসেছে, কিন্তু কোনো কারণ বা তথ্য দেওয়া হয়নি। আজ আমার তোলারাম কলেজে শেষ কর্মদিবস।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বলেছি যে এটি একটি সরকারি প্রক্রিয়া, বদলি হলে যেতে হয়। কলেজ ও শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করেছি, তাই হয়তো তারা আন্দোলন করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত স্মারকলিপি দিয়েছে। আমরা চাই কলেজের পরিবেশ শান্তিপূর্ণভাবে চলুক এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকুক। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।