সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনব কায়দায় মালবাহী পিকআপে মাদক পাচারের সময় ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) ভোরে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারীর নির্দেশে এই অভিযানে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মুছাপুর ইউনিয়নের যোগীপাড়া লাঙ্গলবন্দ এলাকার মৃত হারুনের ছেলে মো. সাইদুল ইসলাম (২৬) ও একই থানার পিছ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে জাকির হোসেন ওরফে আল আমিন (২৫)।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচায় জড়িত। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো তারা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।