সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্য প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের নামে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু’র নাম মুছে ফেলেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেতুর টোল প্লাজার সামনে জড়ো হয়ে এ সেতুর নাম মুছে ফেলে। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল জানান, “দীর্ঘ ১৫ বছর যাবত ওসমান পরিবার ও তাদের সহযোগীদের হাতে বন্দরে অসংখ্য বিএনপি নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মী এবং সাধারণ জনগণ ‘খুনি শেখ হাসিনার দোসর’ নাসিম ওসমান সেতুর নাম মুছে ফেলে।”