সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সোনারগাঁ উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার তিথি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ।
সভায় বাল্যবিবাহ, মাদক কারবার, ইভটিজিং, ডাকাতি ও চাঁদাবাজি রোধসহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন উপস্থিত সকলে।