1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বিকেএ- এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
লিংকরোডে মানববন্ধন ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুমকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সম্পন্ন সংস্কার করে ছাত্র-জনতার আকাঙ্খা অনুযায়ী রাষ্ট্রকাঠামো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে না:গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অনুকূলে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান ২ ট্রাক পরিমাণ ব্যানার, সাইনবোর্ড অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি নতুনধারার গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” এর অংশ হিসেবে প্রায় ৩ ট্রাক পরিমাণ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ না:গঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ কোটি টাকা ডাকাতির ঘটনায় আরেকজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ 

বিকেএ- এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

সকাল নারায়ণগঞ্জ:

২০ জানুয়ারি-২০২৫, সোমবার বন্দরের নবীগঞ্জের পদুঘরস্থ হাজী সুলতান মাহমুদ কমিউনিটি সেন্টারে বন্দর কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রায় ৮৮ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। 

বন্দর কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর সম্মানিত সভাপতি মো : মাজহারুল ইসলাম স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ওলামা পরিষদ, বন্দর থানা কমিটির সম্মানিত সভাপতি মুফতি এম. এ কবির হোসাইন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব মো : মোস্তাফিজুর রহমান স্যার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই স্কলারসরাই আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে। 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানের জন্য সু-চিন্তা করতে থাকুন এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। 

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের সম্মানিত শিক্ষা অফিসার জনাব মো : রেজাউল করীম স্যার। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনে দিক নির্দেশনা প্রদান ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। 

প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মো : আনিসুর রহমান (আনিস)।  তিনি বলেন, আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। শুধুমাত্র লেখাপড়া, খেলাধূলা, ক্যারিয়ার গঠন ও খাওয়া পড়ার প্রয়োজনীয়তাই একজন মানুষের সংজ্ঞায় পড়েনা। একজন প্রকৃত মানুষ হচ্ছে সেই ব্যক্তি যার ভিতর মনুষ্যত্ববোধ আছে। 

ভালোকে ভালো বলা ও খারাপকে খারাপ বলার শক্তি অর্জন করা। তাই আমাদেরকে মনুষ্যত্ববোধ অর্জন করা জরুরী। তাহলেই আদর্শ মানুষ হতে পারবো। 

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা হলেন গর্বিত অভিভাবক। আপনাদের কষ্ট, শ্রম ও প্রচেষ্টার ফলেই আজকে তারা কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। আশাকরি আগামীর দিনগুলোতেও এর ধারাবাহিকতা ধরে রাখবেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এসোসিয়েশনের উপদেষ্টা জনাব, মো : মোমেন ইসলাম, জনাব মো : মিজানুর রহমান (মিজান), জনাব ক্বারী মো : আবু সাঈদ, জনাব মো : মনিরুল ইসলাম সবুজ ও জনাব হাফেজ মো : আইয়ূব মেম্বার এবং সহকারী শিক্ষা সচিব জনাব মো : রাশেদুল হাসান প্রমূখ। 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধামগড় ইউনিয়নের সংগঠক মো : এরফান আহমেদ আলিফ ও তার প্রতিনিধি দল। আরো উপস্থিত ছিলেন, মো : আল-আমিন ও ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পূর্বের সভাপতি মো : মারুফ বিল্লাহ সিদ্দিকসহ আরো অনেকে। 

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন যথাক্রমে, বৈশাখী সুলতানা ম্যাডাম, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম কাঁচপুরী, মো : ইমতিয়াজ হাসান (ইমন), নিপা আক্তার, নুসরাত জাহান মিতু, রুমা আক্তার, আকলিমা আক্তার স্বপ্নাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 

এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নতুনভাবে অনুপ্রেরণা লাভ করবে।  দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে আরও বেশি অঙ্গীকারবদ্ধ হবে বলে আয়োজকগণ আশা প্রত্যাশা করে। 

পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত ও এসোসিয়েশন সংগীত পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বক্তব্য প্রদানের দ্বারা প্রোগ্রামটি আরো প্রাণবন্ত হয়ে উঠে। 

এসোসিয়েশনের মহাসচিব মাওলানা নাজমূল হুদা বিন মাজিদ ও শিক্ষাসচিব মো : মাহবুব আলমের চমকপ্রদ উপস্থাপনায় আজকের প্রোগ্রামটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়েছে। 

পরিশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ,  সম্মাননা ক্রেষ্ট ও আর্থিক সহায়তা প্রদান করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তির ঘোষনা করা হয়। 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL