সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সেক্রেটারী কাপ ব্যাডমিন্টন (ডাবল) টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ।
উদ্বোধনকালে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেন, “খেলাধুলার বিকল্প নেই। আমাদের পেশা অত্যন্ত রসকসহীন, যা শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে। শরীর চর্চা ও খেলাধুলা এ থেকে মুক্তির একটি দারুণ উপায়। আইনজীবীদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট সফলভাবে পরিচালিত হোক, এটাই আমার কামনা।”
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: মো: সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এড: মো: রাসেল প্রধানের পরিচালনায় ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড: এইচ.এম.আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রবিউল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আবুল কালাম আজাদ জাকির।