সকাল নারায়ণগঞ্জঃ
চট্টগ্রামে থেকে আনা পঁচা ও দুর্গন্ধযুক্ত ছাঁটির মাংস অভাদে বিক্রি হচ্ছে চাষাড়ার শহীদ মিনারের সামনে থাকা হালিমের দোকানগুলোতে। এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেকের রোগ বালাই হচ্ছে। এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পঁচা ও গন্ধযুক্ত ছাঁটির মাংসের পাইকারি ব্যবসায়ী হচ্ছেন, ব্যাংক কলোনি এলাকার দানেশ মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাদ্দাম, লুতফর ও সুলতান।
দুর্গন্ধযুক্ত পচা ছাঁটি মাংসের এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সুশীল সমাজ।