সকাল নারায়ণগঞ্জঃ
আমাদের অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছিলেন ছাত্রদের পাশে থাকার। আমরা তাদের পাশে থেকে আন্দোলনকে ত্বরান্বিত করে খুনী হাসিনার পতন ঘটিয়েছি। আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। আজ নারায়ণগঞ্জে কোন গডফাদার নেই।’
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ১১ নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। ড. ইউনুস ভাল লোক। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন এ সরকারকে সহায়তা করতে। আমরা সহায়তা করবো। আপনারা দ্রুত নির্বাচন দিন। এক এগারোর সময় মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার যখন চেষ্টা হচ্ছিল তখন খালেদা জিয়া বলেছিলেন আমি দেশের বাইরে যাবো না। বাংলাদেশই আমার ঠিকানা। আর আরেক নেত্রী পালিয়ে গেলেন। খালেদা জিয়া দাবী করেছিলেন আমি দেশে থাকবো এবং আওয়ামী লীগ নেত্রীকেও দেশে থাকতে দিতে হবে। আর আওয়ামী লীগের নেত্রী ক্ষমতায় এসে কী করলেন। খুন, গুম, ব্যাংক ডাকাতি করেছেন। আয়নাঘরে তাদের নির্যাতনে কত মানুষ মারা গেছে।
টিপু বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমান বিশ কোটি মানুষের সামনে ৩১ দফা দাবী তুলে ধরেছেন। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করে জনগণের মুখে হাসি ফোটাবেন। এই ৩১ দফা ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে গেছে।