সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার মূখ্য একটি সমস্যা হচ্ছে যানজট। রাস্তায় হকার ও অবৈধ স্ট্যান্ড এর কারণে শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় যানজট যেন লেগেই থাকে। আর এই যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ডে অভিযান ও হকারদের দিক নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর হকার্সদলের নেতাকর্মীরা।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে চাষাড়া শহীদ মিনার ও সোনালী ব্যাংক এর সামনে থেকে শুরু করে ব্যাংকের মোড় পুরাতন কোর্ট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
রাস্তায় থাকা হকারদের রাস্তায় না বসার আহবান জানান হকার্সদলের সভাপতি মো: আবু আল বেলাল খান বিল্লাল।
অভিযান শেষে সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, মহানগর হকার্সদলের সভাপতি মো: আবু আল বেলাল খান বিল্লাল।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রানকেন্দ্র হচ্ছে চাষাড়া। এই চাষাড়ায় কিছু অবৈধ স্ট্যান্ড ও রাস্তার উপর বসা হকারদের কারণে এই যানজট সৃষ্টি হয়। তাই আমরা না:গঞ্জ মহানগর হকার্সদলের নেতাকর্মীরা আজ মাঠে নেমেছি। আমরা অবৈধ স্ট্যান্ড ও রাস্তার উপর বসা হকারদের দিক নির্দেশনা দিয়েছি। পরবর্তীতে যদি হকাররা আবার রাস্তার উপর দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে তাহলে আমরা কঠোর সিধান্ত নিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইমন চৌধুরী, সেক্রেটারি মো: মুসা মিয়া, জীবন, রিকি, জুয়েল, আখতার, সাইফুল, পলাশ, সাকিব, দীদার, সাজু প্রমুখ।