সকাল নারায়ণগঞ্জঃ
১২ জানুয়ারি রবিবার রাত ৯:৩০ মি. ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন-এর উপর বন্দর এলাকায় সন্ত্রাসীরা নির্মম হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে হসপিতালে চিকিৎসাধীন রয়েছে।
নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অন্যায়ভাবে আমাদের কর্মীর উপর পাশবিক হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে বন্দরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ জানায়। বিক্ষোভ মিছিলে অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অন্যথায় লাগাতার কর্মসূচি সহ আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।