সকাল নারায়ণগঞ্জঃ
চমক নিয়ে আসছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি। সবকিছু ঠিকঠাক চলতি মাসেই আসছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ কিংবা ৭ সদস্যদের আহ্বায়ক কমিটি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান ও সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সমন্বয়ে গঠিত হতে পারে নতুন আহ্বায়ক কমিটি। নতুন কমিটিতে তরুণ নেতৃত্ব অগ্রাধিকার পাচ্ছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।
এদিকে কেন্দ্রীয় হাইকামন্ড সূত্র জানিয়েছে, গত ২৮ অক্টোবরের পর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে যাদের ভূমিকা সব থেকে বেশি লক্ষ্য করা গেছে এদেরকে মূল্যায়ন করে জেলা বিএনপির কমিটি দেওয়া হতে পারে।
আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির শক্তিশালী কমিটি গঠন করতে সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তাদের সাথে পরামর্শ করেই অচীরেই নতুন কমিটি অনুমোদন দেয়া হবে এমনটাই জানিয়েছেন একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় সূত্র।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে সভাপতি অথবা আহ্বায়ক হিসেবে আলোচনায় রয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু আলোচনায় রয়েছে।
তাদের মধ্যে যেকোনো একজনকে সভাপতি কিংবা আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করা হবে। কারন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম তাদের ভূমিকা ছিল প্রশংসিত।
সূত্র আরও জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সভাপতি পদ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও সাধারণ সম্পাদক বা সচিব পদটি প্রাথমিক ভাবে নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক এই পদে দেখা যেতে পারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক এক সময়ের তুখোর ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবকে। জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও বিএনপি নীতিনির্ধারকদের তার নাম ডাক বাজছে।
বিশেষ করে, বিগত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে মাশুকুল ইসলাম রাজিব সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েও দলের ঐক্যের প্রশ্নে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। জায়গা করে দিয়েছিলেন সম্মেলনে তার এক মাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম ফারুক খোকনকে।
অথচ, সেক্রেটারি পদ নির্বাচিত হওয়ার দৌঁড়ে রাজীবের সমর্থকরা ছিলেন আশাবাদি। তবে দলের ঐক্যবদ্ধতার প্রশ্নে সেদিন রাজিবের সেই ত্যাগ দেয়ার বিষয়টি নিজ চোখেই অবলোকন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত থেকে তারেক রহমান রাজিবের ওই ত্যাগকে বিরল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে তাকে প্রশংসায় ভাসিয়েছিলেন। আর আগামীতে এই মাসুকুল ইসলাম রাজিবকে ভালো পদে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সে হিসেবে অনুযায়ী নয়া কমিটিতে মাশুকুল ইসলাম রাজিবের সাধারণ সম্পাদক বা সদস্য সচিব হওয়ার চান্স অনেকটাই বেশি এমনটাই জানাগেছে।
দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করতে এক সময় চিন্তা করতে হতো, এখন সেই অবস্থা নেই। বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের সাবেক বহু নেতা আছেন যারা এখন দায়িত্ব পালনের মতো যোগ্যতা অর্জন করেছেন।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিতে আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার,ষ। এরা এর আগেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এদিকে হঠাৎ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের ধারণা নতুনরূপে আসছে জেলা কমিটি। দলের তৃণমূল কর্মীদের প্রত্যাশা, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন তাদের হাতেই নেতৃত্ব আসুক, যারা হবেন কর্মীবান্ধব। নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নে হাইকমান্ডের দিকে তাকিয়ে আছে তারা।
আর গত ২৮ অক্টোবরের পর থেকেই যাদের ভূমিকা সব থেকে বেশি লক্ষ্য করা গেছে এদেরকে মূল্যায়ন করে জেলা বিএনপির কমিটি দেওয়া হতে পারে।
উল্লেখ্য , গত (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কমিটি বিলুপ্ত করা হয়। আর বিজ্ঞপ্তিতে বলা হয় অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।
আর গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে।
অভিযোগ তদন্তে একটা কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল।
প্রসঙ্গত, গত ২০২৩ সালের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।