সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ নগরীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩রা জানুয়ার) বিকেলে নগরীর মিশনপাড়া থেকে ৱ্যালীটি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বর্ণাঢ্য র্যালী টি মিশনপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করে নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালী কে সফল করার লক্ষ্যে দুপুর থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলের মাধ্যমে র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি শাহজাদা আলম রতন বলেন, গত ১৬ বছর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে জাতীয়তাবাদী দলের উপর। ছাত্রদলের জন্ম কিন্তু কোন কদম তলায় হয়নি। ছাত্র দলের জন্ম হয়েছে মানুষকে নির্যাতন মুক্ত করতে। এ আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মহানগর ছাত্রদল।
ছাত্রদল সুংঘঠিত, ভদ্র ছেলেদের নিয়েই ছাত্রদল। ছাত্রলীগ যেখানে টেন্ডারবাজি সন্ত্রাসী কার্যক্রম করে, সেখানে ছাত্রদল মায়ের আচল থেকে টাকা এনে রাজনীতি করেন। যারা আমার সঙ্গে আছে তারা কর্মী না তারা আমার ভাই। আমাকে মহানগর ছাত্রদলের দায়িত্ব দিলে আমি সবাইকে সঙ্গে নিয়ে এ সংগঠনকে সু-সগঠিত করার জন্য নিজেকে নিয়োজিত রাখবো।