সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি চোরাই মাইক্রোবাস নোয়া), দুটি সিএনজি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররকৃতরা হলো- চক্রের মূল হোতা জালকুড়ি পশ্চিম পাড়ার মোহর মাস্টারের ছেলে আতাউর রহমান (৩৫), সোনারগাঁ থানার নুনের টেকের মৃত আসমত আলীর ছেলে সুমন মন্ডল (৪২), জালকুড়ি পশ্চিম পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ওয়াকি (২৫), গোদনাইল সৈয়দ পাড়ার মৃত দুলাল ভূইয়ার ছেলে বাবু ভূইয়া ও জালকুড়ি দক্ষিণ পাড়ার মো. ছানোয়ার আলীর ছেলে মো. রাজিব হোসেন (৩৬)।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১২টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। মনির মিয়ার গ্যারেজের পাশে চোরাই গাড়ি কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে আতাউর রহমান, সুমন মন্ডল এবং রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা চোরাই গাড়ি লেনদেনের কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ওয়াকি এবং বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে, ওয়াকির বাড়ির গলি থেকে একটি চোরাই নোয়া গাড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পেশাদার সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় গাড়ি চুরি করে সেগুলো বিক্রয় করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।