সকাল নারায়ণগঞ্জঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আইনজীবী আলিফ বা তোফাজ্জল হত্যাকাণ্ডই প্রমাণ করে বিজয়ের ৫৪ বছরে ষড়যন্ত্রকারীরা ঐক্য হচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে। এদের ষড়যন্ত্রের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য নতুনধারার রাজনীতিকেরা বরাবরের মত রাজপথে থাকবে। ৩০ নভেম্বর নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘বিজয়ের ৫৪ বছরে দ্রব্যমূল্য বনাম মানবমূল্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার রেহনুমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি উপরোক্ত কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় নেতৃবন্দ বলেন, নির্মমভাবে বাংলাদেশে ভাইয়ের উপর ভাই হামলা করছে, ছাত্র শিক্ষকের উপর হামলা করছে-পদত্যাগে বাধ্য করছে, ডেইলি স্টার-প্রথম আলোসহ অসংখ্য পত্রিকা অফিসে হামলা-ভাংচুর-চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। সাংবাদিকদের উপর চড়াও হচ্ছে হাসিনাআমলের চেয়েও ন্যাক্কারজনকভাবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দক্ষ- যোগ্য এবং সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসুন নতুন দেশকে নতুন করে সাজানোর জন্য নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করে অর্থনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিকভাবে বাংলাদেশকে আলোকিত করার জন্য নিবেদিত হই।