1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সাব্বীর আলম হত্যা মামলায় জাকির খানের খালাসের বিষয়ে সলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে সাখাওয়াত – টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির তাক লাগানো শোডাউন

সাব্বীর আলম হত্যা মামলায় জাকির খানের খালাসের বিষয়ে সলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। 

যুক্তিতর্ক শেষে আইনজীবী গণমাধ্যম কর্মীদের জানান, সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় জাকির খানকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে, ঐ ঘটনার সময় সে সেই স্থানে ছিলোনা এমনকি দেশেও ছিলোনা। সেই মামলার যুক্তিতর্ক শুনানী চলছে।

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বীর আলম হত্যা মামলায় জাকির খানের খালাসের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামী পক্ষের আইনজীবী।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা এবং ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুনানী চলে। কেনো আমাদের আসামী মামলা থেকে খালাস পাবেনা, সে নির্দোষ এবং কি কারনে খালাস পাবে তার ব্যাপারে যুক্তিতর্ক করেছি।

তবে আজকে সময় শেষ হয়ে যাওয়ার কারনে আগামীকাল পূণরায় যুক্তিতর্ক করা হবে। এরপর রাষ্ট্র পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবেন। তারপরেই আদালত রায়ের জন্য একটি দিন ধার্য্য করবেন, সেই দিন মামলার রায় দেওয়া হবে। 

প্রতিবারের ন্যায় এদিনও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত পাড়ায় হাজার হাজার নেতাকর্মীরা ভীড় জমায়। 

এ সময় উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মো শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হৃদয়, সহ-সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, মো. সুমন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী, সহ-সভাপতি সোহাগ রাজ সহ প্রমূখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL