সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু (৫২) মারা গেছেন।
আজ সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার একটি ফ্ল্যাটের লিফট এর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফ্ল্যাট বাসার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তখন তাঁর শরীরে লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না। কয়েক মাস ধরে তিনি এ ভবনে বসবাস করছেন। এর আগে মাসদাইর বাজারে তিনি একটি বাসায় থাকতেন। কয়েক বছর ধরে তিনি পারিবারিক সমস্যায় ভুগছিলেন বলে জানাগেছে। মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এদিকে,ফতুল্লা থানা পুলিশ নিহতের দুই শ্যালক,ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
উল্লেখ্য, নিহত আনোয়ার হোসেন আনু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের (মনির রেস্তোরাঁ) আপন ছোট ভাই।