সকাল নারায়ণগঞ্জঃ
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব শুক্কুর মাহামুদ এর স্মরণ সভায় বিশাল শোক মিছিল নিয়ে যোগদান করেন, শ্রমিকলীগ নেতা মোঃ লিটন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় বন্দর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব শুক্কুর মাহামুদ এর স্মরণ সভায় জাতীয় শ্রমিকলীগ ২৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ লিটন এর নেতৃত্বে এ বিশাল নিয়ে যোগদান করেন।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
এ সময় মিছিল নিয়ে আরো যোগদান করেন, ২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বোরহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ছগির আহম্মেদ ডালিম সহ অন্যান্য শ্রমিকলীগের নেতৃবৃন্দরা।