সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে গতকাল শুক্রবারের গণসমাবেশ সফল করায় নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।
আজ ১৭ আগস্ট বাদ মাগরিব মাসিক সভায় নেতৃদ্বয় বলেন, নারায়ণগঞ্জের ইতিহাসে স্মরণকালের মহাসমাবেশ করে দেখিয়েছে নারায়ণগঞ্জবাসী। তাই সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। স্বৈরাচার পতনের পর এখন আমাদের কাজ হলো দেশে সুখ, শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।
আগামীতে আধুনিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।