সকাল নারায়ণগঞ্জঃ
আনন্দধাম জনকল্যাণমুখী সংগঠনের চেয়ারম্যান মুঃ তানভীর হায়দার খাঁন এর শুভ আগম উপলক্ষে তাকে ফুলেল শুভেচছা জানালো কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ নগরীর সায়েম প্লাজার তয় তলায় প্রধান কার্য্যলয়ে এসে পোঁছলে এ শুভেচ্ছা জানান। পরে আনন্দধামের প্রধান কার্য্যলয় ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন সংগঠনের চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে।
এসময় তিনি বলেন মানব সেবাতেই সৃষ্টি কর্তা মহান আল্লাহ পাক কে খুশি করা যায়। আমদের কে এপৃথিবিতে পাঠিয়েছেন ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলে মানুষের কল্ল্যানে নিজেদের কে সক্রীয় রাখা।
শরিয়ত,হকিকত, তরিকত, মারফতের মুল ভিত্তি হচ্ছে পরিপুর্ন ইসলাম। অত এব আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদের কে সৃষ্টির সেরা মানুষ হিসেবে সম্মানিত করেছেন। সে অনুসারেই আমাদের পথ চলতে হবে। এর জন্য প্রয়োজন সর্ব সময় প্রতিবেশির হক আদায় করা। এ হক আদায় করার জন্যই সংগঠনের প্রয়োজন আছে। সে প্রয়োজন থেকেই সমাজে নিজেদের সদস্যদের সমস্যা সমাধান করাই হলো আমাদের মূল উদ্দেশ্য । তিনি আরও বলেন আমাদের প্রতিটি সদস্যদের ভূমিকা থাকতে হবে জনকল্লানমুলক কার্যক্রমের পাশা পাশি সমাজের সুবিধা বন্চিত সাধারন মানুষের পাশে থেকে সহোযগিতা করা।
এ সময় উপস্থিতি ছিলেন সংগঠনের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, মহাসচিব আজিজুল ইসলাম বাবু, আনন্দধাম সাহিত্য ফোরামের সভাপতি এনামুল হক প্রিন্স, পরিচালক জাতীয় ফুটবলার আজমত উল্লাহ খন্দকার, মতিউর রহমান মুক্তি, ,আনন্দধামের সাস্হ্য বিষয়ক সম্পাদক ও নারায়নগন্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোঃ মনির হোসেন,নারায়নগন্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্ল্যান পরিষদের প্রতিষ্ঠাতা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,মোঃ রতন হোসেন সাদ,সিরাজুল ইসলাম বাপ্পি,সাব্বির হোসেন শাওন, সভাপতি মোঃ রবিউল আলম, পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন লিটন, মাকসুদুর রহমান হিটু (ইন্জিয়ার), মোঃ আখতারুজ্জাম দুলু,মোঃ খোকন গাজী, মোঃ রাজা হোসেন, গলাচিপা শাখা কমিটির সভাপতি মোঃ শাহদাৎ হোসেন, সাঃ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোঃ তসলিম হোসেন, মোঃ রিপন, মোঃ সেলিম সহ প্রমুখ।