1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
শিশুবাগ বিদ্যালয়ে জি.পি.এ-৫ প্রাপ্তদের সংবর্ধনা - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”- শীর্ষক মহিলা পরিষদের মানববন্ধন ব্যাটারি চালিত ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের সংঘর্ষের মাঝখানে সাহসী ভূমিকা এড. টিপুর নারায়ণগঞ্জ সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত  আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা  ”নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাসিক প্রশাসক’র ড্রেনেজ ব্যবস্থাপনার নির্মাণ কাজ পরিদর্শন  লুটপাট-ছিনতাই-সন্ত্রাস-চাঁদাবাজী-খুন-ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন   তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী

শিশুবাগ বিদ্যালয়ে জি.পি.এ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৩৩ Time View
শিশুবাগ বিদ্যালয়ে জি.পি.এ-৫ প্রাপ্তদের সংবর্ধনা (ছবি সকাল নারায়ানগঞ্জ)
শিশুবাগ বিদ্যালয়ে জি.পি.এ-৫ প্রাপ্তদের সংবর্ধনা (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুবাগ বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেছে বিদ্যালয়টি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক, আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুবাগ বিদ্যালয়ের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিশুবাগ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা বাবুল কৃষ্ণ সাহা।

এ সময় উপস্থিত ছিলেন- দাতা সদস্য আহাম্মদ আলী বেপারী, অভিভাবক প্রতিনিধি সালমা আক্তার, মোঃ সোহেল আহমেদ, জহিরুল ইসলাম, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু, শিক্ষক প্রতিনিধি শামীম আনোয়ার, শিক্ষক মিথুন সরকারসহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা, , শিক্ষক ও অভিভাবকরা। 

আহাম্মদ আলী বেপারী বলেন, এখানের শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করবে। বড় হয়ে দেশের শীর্ষ পর্যায়ে আসীণ হবে এ স্কুলের শিক্ষার্থীরা। আমি এ স্কুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। একইসাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম আলী আহাম্মদ চুনকাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন, বাবুল কৃষ্ণ সাহা একজন শিক্ষানুরাগী। আমি ছোট বেলা থেকেই তাকে সবসময় শিক্ষার সাথে জড়িয়ে থাকতে দেখেছি। ভালো ফলাফল করায় আমি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি আশা করি শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও তোমরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কেননা খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতিকে উজ্জল করা যায়। সাকিব আল হাসান একজন স্টার, মোনেম মুন্না স্টার ছিলেন বেচে থাকলে সারা বিশ্ব হয়তো তাকে চিনতো। তোমরাও বড় বড় খেলোয়ার হবে বলে আমি আশাবাদী।

বাবুল কৃষ্ণ সাহা বলেছেন, এখন ফেব্রুয়ারি মাস চলছে। আমি বীর ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি।

অভিভাবকতের প্রতি অনুরোধ, বই মেলা চলছে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা আপনাদের সন্তানদের বই মেলায় নিয়ে যান। সন্তানদের বই উপহার দেন। সন্তানের শ্রেষ্ঠ উপহার হোক একটি সুন্দর বই। বই আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সহযোগীতা করবে। তাই শিশুদের প্রতি আহবান, তোমরা আজই বই মেলায় যাওয়ার জন্য বায়না ধরবেন।

তিনি আরো বলেন, আজ আমরা বিশ্বকাপজয়ী দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত। খেলাধুলার মাধ্যমে বাংলার যুব বীররা এ গৌরব অর্জন করর দিয়েছে। তাদের উদ্দেশ্যে করতালি দিচ্ছি।

সভাপতির উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের লাইব্রেরি তে খুব বেশী বই নেই। এবারের বই মেলা থেকে ৮ম শ্রেণী পর্যন্ত কিছু শিশুতোষ বই দেয়ার আহবান জানাচ্ছি। পাশাপাশি এ স্কুলের সাফল্য কামনা করছি ও শীঘ্রই জেলার শ্রেষ্ঠ স্কুল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যের প্রেক্ষিতে, বই ক্রয়ের জন্য অভিভাবক সদস্য মোঃ সোহেল আহমেদ দুই হাজার এবং দাতা সদস্য আহাম্মদ আলী বেপারী এক হাজার টাকা অনুদান দিয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL