সকাল নারায়ণগঞ্জঃ
মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হোসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল , দোয়া ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল্লাহ সেলিমের সঞ্চালনায় স্বরন সভায় এরশাদের স্মৃতি চারন করে আলোচনা করেন এমদাদুল হক পলাশ, জেলার সিনিয়র সহ-সভাপতি। আব্দুল হাকিম হাওলাদার, জেলার সিনিয়ন সহ-সভাপতি। ফারুক আহম্মেদ, মুন্সিগঞ্জ পৌর কমিটির সহ-সভাপতি। আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন , জেলার কোষাধক্ষ্য। হান্নান খাঁন , গজাড়িয়া উপজেলার সহ-সভাপতি। মোঃ ইসমাইল হোসেন রাহাত , মীরকাদিম পৌরসভার সভাপতি। কামাল হেসেইন, মীরকাদিম পৌর সভার সাধারন সম্পাদক। মোহাম্মদ সানাউল্লাহ, গজারিয়া উপজেলার সাধারন সম্পাদক। জাবেদ ওমর বেলীন, সিরাজদিখান উপজেলার সাধারন সম্পাদক। রুহুম আমিন প্রমুখ।
আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন স্বরন সভায় তার বক্তব্যে বলেন, জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদ সাহেব আজ বেচেঁ নেই, তিনি দেখলে আনন্দিত হতেন মুন্সিগঞ্জের জাতীয়পার্টি আজ অনেক শক্তিশালী এবং আরও বড় আকারের ভিন্ন ধারার রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। অনেকে তাকে সৈরাচার বলেন, তিনি যদি স্বৈরাচার হতেন তবে জেলে থেকে তিনি ৫টি আসনে নির্বাচিত হতে পারতেন না দেশ আজ দুর্নিতিতে ছেয়ে গেছে, এরশাদের আমলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরেনি, শত বাধার মুখেও দেশের মানুষকে শান্তিতে রেখেছিলেন এরশাদ সাহেব, যা দেশবাসি আজও তাকে ভূলতে পারেনি, ভূলতে পারবেও না।