1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার  ‎নারায়ণগঞ্জ বারের প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা উত্তর কমিটি গঠন বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান

আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫৮ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

কালীগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে চুমকি এমপি আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক

আরিফা হক গাজীপুর প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। 

এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানের পর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। তিনি বলেন- পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের বনিবনা না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন এবং গড়ে তোলেন দুর্বার আন্দোলন। সে সময়ে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

মেহের আফরোজ চুমকি আরো বলেন- আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক। যতদিন বাঁচবো আওয়ামীলীগে থাকবো, শেখ হাসিনার সাথে থাকবো এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে কাজ করে যাবো। 

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধূরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর রশিদ টিপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL