সকাল নারায়ণগঞ্জঃ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমবায় সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (৩ মার্চ) বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাছ মার্কেটে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হেলাল মোল্লা।
নির্বাচনে সহ- সভাপতি পদের জন্য ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করে, সাধারণ সম্পাদক পদে ২ জন ও পরিচালক পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করে। এর মধ্য ৩জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোঃ বাদশা মিয়া টেলিভিশন মার্কায় ২২৭ ভোট পেয়ে সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মোঃ পিয়ার মোহাম্মদ মোমবাতি মার্কায় পেয়েছে ৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে বাবুল দাস গোলাপ ফুল মার্কায় ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী দেয়ালঘিড় মার্কায় পেয়েছে ১২৭ ভোট।
পরিচালক পদে মোঃ ইউনুস আম মার্কায় ২০২ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন। ২য় সদস্য ফুটবল মার্কায় মাসুদ নির্বাচিত হন। ৩য় সদস্য বই মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। পরাজিত প্রার্থী মান্নান ভুইয়া ও শ্রী অশোক।
এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৪২জন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। প্রিজাইটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন বন্দর উপজেলা সমবায় কর্মকর্তা মেহেরুন নাহার রুমি।
ভোট পরিস্থিতি নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার খান মাসুদ বলেন, নির্বাচন শান্তিপূর্ন ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচন বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত।