1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ইউপি সচিব ইউসুফের দুর্নীতির তদন্তে দুদক - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ প্রেস ইউনিটির বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনায় বিজয় দিবস পালনের আহ্বান বুদ্ধিজীবী হত্যার প্রকৃত তদন্ত সময়ের দাবি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে ইসলামী আন্দোলনের সাথে সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে আজকে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র‍্যালী নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট – ২০২৪ নৌ-যান শ্রমিকদের কার্যালয়ের স্বার্থে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবো- শোখন রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা সাউন্ডবাংলা-বিজয়ের কবিতা-ছড়া পাঠ প্রতিযোগিতার ঘোষণা

ইউপি সচিব ইউসুফের দুর্নীতির তদন্তে দুদক

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২ Time View
ইউপি সচিব ইউসুফের দুর্নীতির তদন্তে দুদক
ইউপি সচিব ইউসুফের দুর্নীতির তদন্তে দুদক (ছবি সকাল নারায়ানঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. ইউসুফের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছে দুদক।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুদকের একটি টিম বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদে তদন্তের জন্য আসে। এ সময় চেয়ারম্যানসহ ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর একটি টিম।

জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্সের ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউসুফের বিরুদ্ধে চেয়ারম্যান এহসান উদ্দিনের অভিযোগে দুদক এই তদন্তে নামে।

অভিযানকালে দুদক সাবেক সচিব মো. ইউসুফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পায় বলে জানা গেছে।

গত বছর এহসান চেয়ারম্যান ও বন্দর ইউপির সাবেক সচিব মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্সের বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্তে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত টাকা আদায়সহ ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

তবে এই অর্থ আত্মসাতের সম্পূর্ণ দায় সচিব ইউসুফের উল্লেখ করে চেয়ারম্যান এহসানউদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২০১৪ সালের সার্কুলার অনুযায়ী জন্ম নিবন্ধন আইডি ও গোপণ পাসওয়ার্ড সংরক্ষন, নতুন জন্ম নিবন্ধন, পুরাতন জন্ম তথ্য কম্পিউটারে অন্তর্ভূক্তকরণ, সংশোধন, জন্ম সনদ প্রদানের ক্ষেত্রে একমাত্র অথরাইজ পারসন ইউপি সচিব। ইউপি সচিব ইউসুফের উপর আমার সরল বিশ্বাস ছিল। আমি সরল মনে তাকে বিশ্বাস করে ঠকেছি। কিন্তু সে আমার সিগনেচার ছাড়াই অনলাইনে বন্দর ইউনিয়ন ছাড়াও সিটি কর্পোরেশন ও অন্যান্য স্থানের লোকেদের নামে জন্মসনদ তৈরি করেছে। যা সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম না। আমার অগোচরে এসব টাকা সে আত্মসাৎ করেছে।’

এছাড়াও ইউসুফের দুর্নীতির একটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তনাধীন রয়েছে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক ইউপি সচিবের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ বিক্রি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ একটি অভিযান চালিয়েছে। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের করা একটি মামলায় তদন্ত চলছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL