সকাল নারায়ণগঞ্জঃ
ফতুল্লার পঞ্চবটিস্থ চাঁননগর শিল্প প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল
ফতুল্লার পঞ্চবটিস্থ চাঁননগর শিল্প প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বাদ এশা লালপুর সরদার রোড চাঁননগর খায়ের নিটিং সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়ের নীট ফ্যাশন লিমিটেড’র চেয়ারম্যান মোঃহানিফ সরদার।খায়ের নীট ফ্যাশন লিমিটেড’র এম.ডি হাজী মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন,বরিশাল মাদরাসায়ে দাওয়াতুল কোরআন’র প্রতিষ্ঠাতা মুহতামিম,হযরত মাওলানা মুফতি ইউনুস আহমাদ।
চাঁননগর পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর পরিচালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন,কাশীপুর মাদরাসার মুফতি আব্দুর সবুর কাসেমী (দাঃ বাঃ),৫ তলা কলোনী মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহইয়া হাসান (দাঃবাঃ),হযরত মাওলানা নওমুসলীম রেজাউল করিম,পাইনিয়ার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম (দাঃ বাঃ),মর্ডাণ হাউজিং সোসাইটি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি তামিম হাসান কাশেমী (দাঃবাঃ)
ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরদার,মুক্তার সরদার,আইজ উদ্দিন মোল্লা,মোঃমামুন,সুলতান মাহমুদ বশির,মোঃমামুন,মোঃরিপন,বাবুল হাওলাদার,জমির হোসেন,মোঃজাহাঙ্গীর,মোঃমনির হোসেন ও ইউনুছ মাঝি।