সকাল নারায়ণগঞ্জঃ
পথিকের ফুট দিয়ে পথ চলার অধিকার ফিরিয়ে দেয়া, এই তিনজন নক্ষত্রের প্রতি রইল, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ বাসি।
ইহুদিদের মত, এই বহিরাগত হকারের নামে একজন দুজন করে, নারায়ণগঞ্জ জুড়ে দোকানের পসরা সাজিয়ে গোটা নারায়ণগঞ্জকে গ্রাস করে ফেলে, এই অবৈধ হকারদের অত্যাচারের শিকার হয়, নারায়ণগঞ্জে বসবাসরত নগরবাসী, কেউ যেন ফুটপাত দিয়ে হেঁটে চলতে সক্ষম না হয়, স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থী চাকুরীজীবী, পরিবার পরিজন নিয়ে এই ফুটপাত দিয়ে চলতে গিয়ে, অনেকেই এই হকারদের অত্যাচারের শিকার হয়েছে।
চাষারা শহিদ মিনারের কিছু অবৈধ চা এর দোকান দাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তুলতো গকরারদের থেকে টাকা সই টাকা বিভিন্ন বড় ভাই পুলিশ ও নিজের করে ভাগ করে নিত তারা এখনো নারায়নগঞ্জের প্রান কেন্দ্র শহিদ মিনারে চলে তাদের প্রভাব কে বা কারা তারা তাদের পিছনে কারা কোন বড় হাত তা জানায় ও অনুরোধ জানায় নারায়নঞ্জ বাসি ।
এই অবৈধ হকারদের পিছনে কিছু আসাধু সাংবাদিক পুলিশ বিভিন্ন নেতার চামচা এর সুফল ভোগ করতো, তারা মনে করি এদেরকে সবার আগে চিহ্নিত করা হোক, এমনও হতে পারে এরা পিছন থেকে হকারদের ইন্দন দিতে পারে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ।