সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা হাজীগঞ্জ রেল লাইন চৌরাস্তায় হযরত শেরশাহ (র:) এর মাজার শরীফে প্রতি বছর ন্যায় তিনদিন ব্যাপি ওরশ মোবারক শুরু হয়েছে। তিনদিনের এই ওরশ মোবারক সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন মাজার কমিটি। সোমবার সকাল থেকেই মাজার পয়-পরিষ্কার সহ মাঠে আসতে শুরু করে বিভিন্ন দোকানি। বাহারি দোকানের পসরা সাজিয়ে দোকানিরা বসে মাঠে। এবারের ওরশে হাজার হাজার ভক্ত বৃন্দের আগমণ ঘটবে বলে আশা করেন মাজার কমিটির নেতৃবৃন্দ।
২৮শে জানুয়ারি রোজ সোমবার ফতুল্লা,হাজিগঞ্জ রেল লাইন চৌরাস্থায় অবস্থিত হযরত শেরশাহ (র:) এর মাজার শরীফে ১২:০১ মিনিটে গোসল,বাদ ফজর- কুরান খতম ও বাদ আসর-মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পবিত্র ওরশ মোবারকে প্রধান অতিথি রয়েছেন-আলহাজ্ব আজমেরী ওসমান,ব্যবস্থাপনায়-বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদ্দা,সার্বিক তত্ত্বাবধানে-সোহেল ফকির এবং আয়োজনে-হাজীগঞ্জ যুব সমাজ।
মাজার কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদ্দা ও হাজীগঞ্জ যুবসমাজ কমিটির সভাপতি রবিন জানান, প্রায় ৭/৮শ’ বছর আগে থেকে এই অঞ্চলে হযরত শেরশাহ (র:) ইসলাম প্রচারে এসেছিলেন। তাঁর জীবদ্দশায় এখানেই কবর হয়। তার ভক্তবৃন্দরা তখন থেকেই এখানে বটতলায় মাজার প্রতিষ্ঠা করেন। এই মাজারে মান্নত করে অনেকেই উপকার পেয়েছেন। তাই ভক্তদের আনাগোনা সব সময় এখানে লেগেই থাকে। যার প্রল¯্রুতিতে প্রতি বছর এই দিনে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে এই মাজারে।