সকাল নারায়ানগঞ্জঃ
আড়াইহাজার উপজেলায় সিএনজি ধাক্কায় আলী হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী আহত ঝর্না বেগমের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নিহত হোসেন স্থানীয় ফতেপুর ইউপির বগাদী মোল্লাপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আড়াইহাজার দক্ষিণপাড়া জোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেলেও এলাকাবাসী সিএনজিটি আটক করে।
নিহতের শ্যালক রহিম জানান, বোন ঝর্না বেগম ও তার স্বামী আলী হোসেন সন্ধ্যায় তিলচন্দ্রীর কাহিন্দী মেলা থেকে এসে আড়াইহাজার-গোপালদী সড়কের বগাদী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে ছিলেন। এ সময় আড়াইহাজার থেকে গোপালদীগামী একটি বেপরোয়া গতির সিএনজি হঠাৎ তাদের উপরে ওঠিয়ে দেয়। এ সময় আলী হোসেন ও বোন ঝর্না আহত হন।