সকাল নারায়ানগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিব আঞ্জুম সুস্মিতকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ একাউন্টে সাকিব আঞ্জুম সুস্মিত লিখেছেন, তিনি স্বেচ্ছায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু রোববার (৯ ফেব্রুয়ারি) সুপারিশের চিঠি কেন্দ্রে পাঠান।
বহিষ্কারের সুপারিশে উল্লেখ করা হয়েছে, সুস্মিতের বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ মিলেছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে মহানগর ছাত্রলীগ বিব্রত। তাই তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হলো।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিব আঞ্জুম সুস্মিত তার সহযোগীদের নিয়ে এক বাস কন্ডাক্টরকে মারধর করে তার দাঁত তুলে ফেলেছেন। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলাও হয়েছে। তবে এই মামলায় এখনও গ্রেফতার হয়নি সুস্মিত।
এর আগে ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে গত
২৮ নভেম্বর ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক গৃহিনীর শ্লীলতাহানীসহ তার
দুই দেবরকে পিটিয়ে আহত করার অভিযোগ দায়ের করা হয় থানায়। পরে দলীয় প্রভাব
খাটিয়ে আপোস মিমাংসার মাধ্যমে ওই ঘটনায় ছাড় পায় সুস্মিত।