সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী একেএম সেলিম ওসমানের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন তার ভাতিজা প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের পুত্র যুবনেতা আজমেরী ওসমান।
বুধবার (৩ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের সদর এলাকায় এ প্রচারনা চালান তিনি। এদিন প্রথমে ১২নং ওয়ার্ডের মিশনপাড়া ও খানপুর এলকায় লাঙ্গল প্রতীকে প্রচারনা করেন আজমেরী ওসমান। এসময় মিশনপাড়া ও খানপুরের সবস্তরের জনগনের ভালোবাসায় সিক্ত হন তিনি। নারায়ণগঞ্জবাসীর প্রানের নেতা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের একমাত্র পুত্রকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে খানপুরবাসী।
খানপুরে প্রচারনা শেষ করে ১৫নং ওয়ার্ডের ডিআইটি মসজিদ ও আশেপাশের এলাকায় প্রচারনা করেন আজমেরী ওসমান। এসময় যুবলীগ নেতা মনির হোসেনের নেতৃত্বে ডিআইটির সর্বস্তরের জনগন আজমেরী ওসমানকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সেখানে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সবাইকে আগামী ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান আজমেরী ওসমান।
এসময় ভোটারদের উদ্দেশ্যে আজমেরী ওসমান বলেন, জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান এর সমর্থনে ৩০০ আসনের মধ্যে একমাত্র নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা, প্রধানমন্ত্রী যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে নারায়ণগঞ্জের চারটি আসনে আওয়ামী লীগ প্রার্থী এমপি নির্বাচিত হলেও আমাদের কোনো লাভ হবে না, তাই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে আজমেরী ওসমান বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা।
শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তাই, মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি।