সকাল নারায়ানগঞ্জঃ
জাহাজ শ্রমিক মাহাবুর রহমানের হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (৮ ফেব্রয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কমিনিউষ্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম।মানববন্ধনে এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়র সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারন সম্পাদক বিমল কান্তি দাস, শ্রমিক সংহতির মাহমুদ হোসেন, কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু, শ্রমিক ফ্রন্ট জেলার সহ-সভাপতি আব্দুল কাদির, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা এস,এম শামীম ওসমান সহ প্রমূখ।