সকাল নারায়ণগঞ্জঃ
টানা পঞ্চমবারের মত বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে সড়কে অবস্থান নিয়ে যেকোন নৈরাজ্য প্রতিহত করতে মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে অন্যান্যদিনের মতোই বিশাল গাড়ি বহরে করে শান্তি শোভা যাত্রা করেছেন তিনি। এসময় শত শত নেতাকর্মী হাতে সাদা পতাকা উড়িয়ে নগরী ও মহাসড়কের বিভিন্নস্থান প্রদক্ষিণ করেন।
লক্ষ্য করা গেছে, বিরোধী দলের ডাকা অবরোধ ও হরতালের প্রতিবাদে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন। নগরী ও মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা তার নির্দেশে অবস্থান করছেন। যাতে করে বিএনপি-জামায়াত জোট কোন প্রকার অরাজকতা বা নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে।
এছাড়াও তিনি সাইনবোর্ড, ২নং রেল গেট এলাকায় অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পানি ও কোমলপানীয় বিতরণ করে আসছেন।
যুবনেতা আজমেরী ওসমানের কর্মী-সমর্থকরা জানান, বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধে বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও নাশকতা চলছে।
যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। নারায়ণগঞ্জ জেলায় তারা যেন কোন প্রকার নাশকতা করতে না পারে সেজন্য আজমেরী ওসমানে নির্দেশে নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো।
এ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন, হোসেন রেজা, সেন্টু, আলমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।