সকাল নারায়ণগঞ্জঃ
বুধবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর প্রধান সড়ক সহ মহাসড়কে গাড়ি বহরে প্রদক্ষিণ করে বিশাল শোডাউন করেছেন তার হাজার হাজার কর্মী-সমর্থক। এরআগে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচীও পালন করেছেন তারা।
বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সাদা পতাকা উড়িয়ে নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে শান্তি শোভা যাত্রা করেছেন চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান।
এ শান্তি শোভা যাত্রায় সামনে থেকে যুবনেতা আজমেরী ওসমান নেতৃত্ব দেন। শৃঙ্খলাবদ্ধভাবে তার পেছনে সাড়িবদ্ধ হয়ে অর্ধশতাধিক গাড়ি বহর এবং শত শত মোটর সাইকেলে চড়ে কর্মী সমর্থকরা বিএনপি-জামাতের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারন করে স্লোগান দেন। এসময় সকলের হাতেই দেখা গেছে সাদা পতাকা।
এছাড়াও সরকারের পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় এই বলে- শেখ হাসিনা সরকার, বার বার দরকার। শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। ডাক দিয়েছে আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই। আজমেরী ভাইয়ের নেতৃত্বে আমরা আছি একসাথে।
এ কর্মসূচীতে আরো অংশ নিয়েছিলেন, আলী হায়দার শামীম, কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, আলমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।