1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক মর্যাদা বাড়িয়েছে- বস্ত্র ও পাটমন্ত্রী - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
না:গঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত না:গঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠি জমি দখল নিয়ে ছাত্র জনতার মানববন্ধনে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে হামলার অভিযোগ  পুলিশের উপস্থিতিতেও যেন কমছে না চাষাড়া শহীদ মিনারে মারামারি আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন” টিআরসি পদে নিয়োগের Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন ৭ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ দেশের জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন

সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক মর্যাদা বাড়িয়েছে- বস্ত্র ও পাটমন্ত্রী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক মর্যাদা বাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন। তিনি দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্নরকম ভাতা প্রদান করছেন।

গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় রূপগঞ্জ ইউনিয়নের ৮ হাজার ৬ শ’ ভাতা উপকারভোগীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সালাউদ্দিন ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরেরর সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান, রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মশিউর রহমান তারেক, আব্দুল আজিজ,  মাসুম চৌধুরী অপু, দ্বীন মোহাম্মদ দিলু, মোমেন মিয়া, আব্দুল আল মামুন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, ইউপি সদস্য রমজান আলী, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন দোলন, জিন্নাত আরা জিসান, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা-সেবক লীগের সভাপতি রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল প্রধান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আন্নী আক্তার,  ভাতা সুবিধাভোগী নার্জিনা, বিমলা, প্রেমদাসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জমিলা খাতুন, নাহিদুল ইসলাম প্রমুখ। 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, দলিত হরিজন ভাতা সহ ১৪ ক্যাটাগরিতে ভাতা প্রদান করা হচ্ছে। এসব ভাতার টাকার পরিমাণও এখন বৃদ্ধি করা হয়েছে।

পরে ভাতাভোগীদের নিয়ে নাটিকা মঞ্চায়ন ও সংগীত পরিবেশনা এবং দুপুরে রান্না করা খাবার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL