সকাল নারায়ানগঞ্জঃ
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৬টি ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত নূরে আলম ভাল্লুক (৩৫) উপজেলার সোনাচড়া এলাকার শামছুল হক সামু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সোনাচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধৃতকে বন্দর থানার ডাকাতি মামলার ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাচড়া এলাকায় ভিযানকালে পুলিশ বন্দর থানাসহ বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলার আসামি নূরে আলম ভাল্লুককে গ্রেপ্তার করে।