সকাল নারায়ানগঞ্জঃ
নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থান উন্নয়নের নির্মান কাজ পরিদর্শন করেন উন্নয়ন কমিটির সদস্যরা। এসময় উন্নয়ন কমিটির সদস্যরা নির্মান কাজ পরিদর্শন করে বলেন, উন্নত মানের রড, সিমেন্ট, পাথর ও বালি দিয়ে দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থানে আসা-যাওয়ার রাস্তাটির নির্মান কাজ চলছে। অনেক উন্নত মানের জিনিস দিয়ে রাস্তার নির্মান কাজ করার পরেও আরো অধিক ভালোভাবে কাজটা করার জন্য কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করেছি। কন্ট্রাক্টর সাব আমাদের কথা দিয়েছেন তিনি কাজটা অনেক গুরুত্ব দিয়ে করবেন।
বুধবার ( ৫ ফেব্রুয়ারী ) সকালে দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থান উন্নয়নের নির্মান কাজ চলাকালীন উন্নয়ন কমিটি এ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মমিন মাদবর, সহ-সভাপতি মোঃ সেলিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান খান, কোষাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হোসেন, সহকারী কোষাধ্যক্ষ মোঃ মোতালেব মোল্লা, সদস্য মোঃ কাশেম দেলপাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নাছির প্রধান, নির্মান কাজের কন্ট্রাক্টর মোঃ মোস্তাহিদ প্রমূখ।