সকাল নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ পৌর শাখা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. শাহজাহান মেম্বারকে আহ্বায়ক ও মো. মোতালেব মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- মো. শাহীন আহাম্মদ, নজরুল ইসলাম বাচ্চু, ফারুক আহাম্মদ তপন (কাউন্সিলর), মো. আলমগীর হোসেন, হাজী আবু ছাইদ, মো. ফরিদ হোসেন, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, মাসুম মোল্লা, মো. আব্দুর রহিম, নাসির উদ্দীন (সাবেক কাউন্সিলর), শামসুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে মোট ৪১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।