সকাল নারায়ণগঞ্জ:
“মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ চাই, সোনার বাংলা গড়তে চাই” এ স্লোগানকে সামনে রেখে ফতুল্লায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশাল এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১লা ফেব্রুয়ারি) সকালে পূর্ব শিয়াচর (লালখা) মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও র্যালির আহবায়ক মোস্তফা কামাল, ৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল, ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, মোঃ আবুল হাশেম, এডঃ মান্নান, এডঃ নাছির, আলহাজ্ব মোক্তার হোসেন, আবুল হোসেন, ইবু হোসেন সহ ফতুল্লার লালখা, শিয়াচর, রামারবাগ, তক্কার মাঠ, কুতুবআইল ও লামাপাড়া এলাকার সর্বস্তরের সাধারণ জনগন।
র্যালি শেষে নম পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে মোস্তফা কামাল বলেন, আজকের এই র্যালির মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজারদের বিরুদ্ধে প্রতিবাদের নতুন দিগন্তের সূচনা হলো। এ র্যালির মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজার নির্মূলে আমরা ওয়াদাবদ্ধ হলাম। আমরা যেখানে এসব মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জঙ্গী, ইভটিজারদের দেখবো সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো। যদি আপনারা না পারেন তাহলে আমাদের জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। কোন মাদক ব্যবসায়ীকে আমরা এলাকায় থাকতে দিবো না, আপনারা কোন মাদক ব্যবসায়ী, জঙ্গীকে বাসা ভাড়া দিবেন না।
তিনি আরো বলেন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বিট পুলিশিং চালু করা হয়েছে। সেখানে পুলিশ থাকবে তাদের জানাবেন, ওসি সাহেবকে জানাবেন। এসপি সাহেব বলেছেন ২৪ ঘন্টা তার মোবাইল খোলা থাকে, প্রয়োজনে আপনারা তাকে জানাবেন।
মোস্তফা কামাল বলেন, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ তা নিজ নিজ ঘর থেকে শুরু করতে হবে। যদি নিজেদের ঘরে মাদকাসক্ত কেউ থাকে তাহলে তাদেরকে শুধরে নিতে হবে।
র্যালি
শেষে নম পার্কে এ কমিটির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে দিনব্যাপী
বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।