শহরের চাষাঢ়া এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে ডনচেম্বার এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুলের সামনে প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসমাইল হোসেন সীমান্ত (২৩) নামে এক তরুণ। ।
ভুক্তভোগী ইসমাইল বলেন, খানপুর থেকে চাষাঢ়া আসার সময় শহরের ডনচেম্বার এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুলের সামনে চারজন যুবক রাস্তা আটকিয়ে দাড়ায়। এ সময় হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। পরে ‘ভাইয়ের কাছে যাবি চল’ বলে জোর করে মিশুকে (ব্যাটারি চালিত রিকশা) তুলে নেয়। পরে আমাকে কিল, ঘুষি মারতে থাকে ছিনতাইকারীরা। প্রথমে খানপুরের দিকে যায় পরে আবার মিশুক ঘুরিয়ে চাষাঢ়ার দিকে নিয়ে আসে। ধারালো অস্ত্রের মুখে আমার সাথে থাকা মানিব্যাগটিও নিয়ে নেয় তারা। এ সময় মানিব্যাগে থাকা আড়াইশ’ টাকা রেখে মানিব্যাগটি দিয়ে দেয়। মানিব্যাগে থাকা এটিএম কার্ড দেখে কার্ডের পাসওয়ার্ডও জানতে চায়। এ সময় মিশুকটি চাষাঢ়া হকার্স মার্কেটের সামনে আসলে লোকজন দেখে ‘আমি ছিনতাইয়ের শিকার হয়েছি’ বলে চিৎকার করতে থাকি। এ সময় ছিনতাইকারীরা বলে, ‘চিল্লাবি না, চিল্লাইয়ে মাইরা ফালামু’। পরে একজন ছিনতাইকারীর হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নিয়ে আমি চলন্ত মিশুক থেকে লাফিয়ে নিচে পড়ে যাই। এ সময় আমার হাত ও পায়ের বিভিন্ন অংশ কেটে ও ছিলে যায়। পরে দৌড়ে চাষাঢ়ার দিকে চলে আসি। কিছুক্ষন ছিনতাইকারীরা আমার পেছন পেছন আসলেও চাষাঢ়া চত্ত্বরে অনেক লোকজন দেখে মিশুকটি নিয়ে চলে যায়।’